পুলিশকর্মীদের উপর হামলা, গ্রেফতার আবগারি কনস্টেবল সহ ৩
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : হাইলাকান্দি জেলায় পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার অজয় নুনিয়া নামে যুবককে গ্রেফতার করা হয়। অজয় আবগারি বিভাগের একজন কনস্টেবল।
সূত্রের খবর, দীপাবলির রাতে হাইলাকান্দির কইয়া চা-বাগান এলাকায় একদল লোক পুলিশ কর্মীদের উপর হামলা চালায়।
পুলিশ ওই এলাকার একটি জুয়াখেলায় অভিযান চালাচ্ছিল যখন একদল লোক তাদের উপর হামলা চালায়। হামলায় সাতজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্রের খবর, হামলার নেতৃত্ব দেওয়ার জন্য অজয় নুনিয়াকে গ্রেফতারর করা হয়েছে। এছাড়াও, এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুই সন্দেহভাজন দুধনাথ কালোয়ার এবং মতিলাল দুসাদকেও গ্রেফতার করা হয়েছে।
