শুরু হল বরমবাবা মেলা, চলবে তিনদিন
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শুরু হল শিলকুড়িতে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী বরম বাবার মেলা। বৃহস্পতিবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতিতানন্দজি মহারাজ ফিতা কেটে ৮৩তম মেলার সূচনা করবন। এদিন মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, শিলকুড়ি চা বাগানের এমডি এনকে বাগলা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহ, মণ্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস প্রমুখ।
এ উপলক্ষে ক্যমুনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বামী গুণতিতানন্দজি মহারাজ। ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন। বিধায়ক কৌশিক রায় বক্তব্যে বলেন, বরম বাবা মন্দিরে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। এ ছাড়া একটি ক্যমুনিটি হল নির্মাণের কথাও জানান বিধায়ক। বক্তব্য রাখেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালা সহ অন্যান্যরা। সভায় পৌরোহিত্য করেন মন্দির পরিচালন সমিতির সভাপতি ডিএন সিং ও সভা সঞ্চালনা করেন প্রদীপকুমার কুর্মী।
এ দিকে, মেলায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দোকানীরা পৌঁছে পসরা সাজিয়ে বসেছেন। মেলা চত্বরে চরকি, টয় ট্রেন, ব্রেক ডান্স ইত্যাদি বসানো হয়েছে। পৌঁছেছেন বিভিন্ন স্থান থেকে সাধু-সন্তরাও। মেলাকে কেন্দ্র করে বৈদ্যুতিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে চত্বর। পূজা পাঠের জন্য সব মন্দির ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে।