২৪ নভেম্বর প্রাগ নিউজের ‘আমার ভূপেনদা সিজন-৮’ এর শিলচর অডিশন

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : অসমের জনপ্রিয় চ্যানেল প্রাগ নিউজের অয়োজিত ‘আমার ভূপেনদা সিজন-৮’ এর এক অডিশন আগামী ২৪ নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল নয়টা থেকে অডিশন শুরু হবে। এই রিয়েলিটি শোতে প্রতিযোগির বয়স ১৩ বছর থেকে ২৫ বছর হতে হবে। রিয়েলিটি শোতে এন্টি আটটা থেকে শুরু হবে। প্রতিযোগির বয়সের প্রমাণপত্র থাকতে হবে।

বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ত্রিপুরার প্রতিযোগিরা রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রাগ নিউজ ব্যুরো চিফ বরাক ভ্যালি অভিজিৎ ভট্টাচার্য, সুর বাহার সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী, কো-অৰ্ডিনেটর ভাস্কর দাস, সঙ্গীত শিক্ষিকা যথাক্রমে অপু সূত্ৰধর, শৰ্মিষ্ঠা চাকি, জিমলি নাথ ও অসম সাহিত্য সভার শিলচর শাখার সম্পাদক কুসুম কলিতা। তাঁরা জানান, গোলাঘাট,যোরহাট. শিবসাগর, দুলিয়াজান, ডিব্রুগড়, লখিমপুর ,নগাঁও, তেজপুর, মঙ্গলদৈ, বরপেটা, ধুবুরি, গুয়াহাটি  ইত্যাদি স্থানে ‘আমার ভূপেনদা সিজন-৮’ এর মেগা অডিশন অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর প্রাগ নিউজের 'আমার ভূপেনদা সিজন-৮' এর শিলচর অডিশন

পরবর্তী শিলচর, কলকাতা ও বাংলাদেশে ‘আমার ভূপেনদা সিজন-৮’ এর অডিশন অনুষ্ঠিত হবে। প্রতিযোগীকে যেকোনও ভাষায় ড. ভূপেন হাজরিকার সঙ্গে সম্পর্কিত যেকোনও গান গাইতে হবে। শুধুমাত্র স্থায়ী অন্তরা বাদ্যযন্ত্র ছাড়া গান গাইতে হবে। শেষে গুয়াহাটিতে সকল অডিশন থেকে নির্বাচিত প্রতিযোগীর মেগা অডিশন অনুষ্ঠিত হবে।

২৪ নভেম্বর প্রাগ নিউজের 'আমার ভূপেনদা সিজন-৮' এর শিলচর অডিশন

Author

Spread the News