রেলস্টেশন থেকে তিন বাংলাদেশি ম‌হিলা

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ফের ত্রিপুরায় জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি ম‌হিলা নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকা‌লে ত্রিপুরার আগরতলা রেলস্টেশন থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক করে জিআরপি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে কিছু বাংলাদেশি এবং ভারতীয় টাকা সহ জাল নথিপত্র উদ্ধার করে পুলিশ। ধৃতরা কাজের উদ্দেশ্যে দিল্লিতে যাচ্ছিল বলে জানা গেছে। এই নিয়ে চল‌তি বছ‌রে প্রায় আড়াইশো জন বাংলাদেশি নাগরিক সহ দালাল ধরা প‌ড়ে জিআরপি থানা পুলিশের হা‌তে।

ধৃতরা হল বাংলাদেশের সাতক্ষীরা জেলার হাসনা হেনা, নাড়াইল জেলার কুলসুম বেগম ও চট্টগ্রাম জেলার স্বপ্না আক্তার। মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়। প‌রে তা‌দের ঠাঁই হয় জেল হাজ‌তে। এ ম‌র্মে জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান, ধৃত হাসনা হেনা একজন বাংলাদেশি টাউট। আগে সে দিল্লিতে থেকেছে।‌ কুলসুম বেগম এবং স্বপ্না আক্তারকে কাজের জন্য দিল্লি নিয়ে যাওয়ার প‌রিকল্পনা ছিল হাসনার।

রেলস্টেশন থেকে তিন বাংলাদেশি ম‌হিলা

Author

Spread the News