শাহরুখকে খুনের হুমকি, গ্রেফতার খান
১২ নভেম্বর : বলিউড তারকা শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশের একটি দল। ধৃতের নাম ফয়জল খান। মঙ্গলবার ছত্তিশগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত সপ্তাহে বান্দ্রা থানায় শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে একটি ফোন আসে। বলা হয়, শাহরুখকে ৫০ লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় তাঁকে খুন করা হবে। এ ঘটনায় অভিনেতার অভিযোগের প্রেক্ষিতে একটি তোলাবাজির মামলা দায়ের করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফয়জল খানের নামে নথিভুক্ত একটি নম্বর থেকে হুমকি-ফোন এসেছিল। এদিন রায়পুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
তবে তাঁর আইনজীবীর দাবি, নভেম্বরের প্রথম সপ্তাহে ফয়জল তাঁর ফোন হারিয়েছিলেন এবং অভিযোগও দায়ের করেছেন। প্রসঙ্গত, এর আগে বলিউড অভিনেতা সলমান খানকেও খুনের হুমকি দেওয়া হয়েছে।