মাতৃ সম্মেলনের প্রাক্কালে বিশেষ বৈঠক সরস্বতী বিদ্যানিকেতনে

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : বিদ্যাভারতী শিলচর সঙ্কুলের ব্যবস্থাপনায় মহীয়সী রানি অহল্যাবাঈয়ের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শিলচর বঙ্গভবনে এক মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে বিদ্যার্থীদের মায়েদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ, সাংস্কৃতিক ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গারলোসা। সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবতজি, শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের কার্যালয় সচিব অয়ন চক্রবর্তী, মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান আচার্যা রূপালী দত্ত, সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের স্কুল পরিচালন সমিতির সভাপতি সুষীম নাথ, প্রধান আচার্যা সঙ্গীতা রায় চৌধুরী, আচার্যা জয়ন্তী চৌধুরী, স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক নীরোদ চন্দ্র কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর সঙ্কুলের মাতৃ সম্মেলন সমিতির সভানেত্রী লাকি চৌধুরী, যুগ্ম সম্পাদিকা পাপিয়া চক্রবর্তী ও সঙ্গীতা বৈষ্ণব, কোষাধ্যক্ষা মৌসুমী দেব রায় প্রমুখ।

প্রসঙ্গত, মন্ত্রী নন্দিতা গারলোসা অনিবার্য কারণবশতঃ মঙ্গলবার মাতৃ সম্মেলনে স্বশরীরে উপস্থিত থাকতে পারবেন না বলে এদিন তিনি ওই বৈঠকে উপস্থিত থেকে মায়েদের সঙ্গে মত বিনিময় করেন। পাশাপাশি নিজের বক্তৃতার মাধ্যমে বিদ্যার্থীদের অনুপ্রাণিত করেন।

মাতৃ সম্মেলনের প্রাক্কালে বিশেষ বৈঠক সরস্বতী বিদ্যানিকেতনে

এদিন অনুষ্ঠানের শুরুতে বিদ্যার্থীদের দীপ মন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন সহ ভারতমাতা, ওঙ্কার এবং দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পন করেন বিশিষ্টজনেরা। পরে পরম্পরাগত বন্দনা পরিবেশন করে বিদ্যার্থীরা। এদিন মন্ত্রী গারলোসাকে সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের তরফে উত্তরীয় পরিয়ে বরণ করেন প্রধান আচার্যা সঙ্গীতা রায় চৌধুরী। পরে তাঁর হাতে উপহার তুলে দেওয়া হয়। কল্যাণ মন্ত্রের মাধ্যমে এদিনের সভার সমাপ্তি ঘোষণা করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন আচার্যা ফাল্গুনী পাল। অনুষ্ঠানে অন্য আচার্য সহ আচার্যা, বিদ্যার্থী ও মায়েরাও উপস্থিত ছিলেন।

মাতৃ সম্মেলনের প্রাক্কালে বিশেষ বৈঠক সরস্বতী বিদ্যানিকেতনে

Author

Spread the News