৩০০ ব্যাগ সার সহ ধৃত দুই
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ কয়েক ব্যাগ সার একটি লরি থেকে বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। MZ 01N 6276 নম্বরের রেগ বহনকারী একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে অবৈধভাবে কোনও বৈধ নথি ছাড়াই ৩০০ ব্যাগ অবৈধ সার বোঝাই বাজেয়াপ্ত করা হয়। নজমুল হক তালুকদার ও মিটন আহমেদ লস্কর নামে দু’জনকে আটক করে পুলিশ। ধলাই চান্নিঘাটের বাসিন্দা।
৩০০ ব্যাগ অবৈধ সার (ভারত ডিএপি) গাড়ি সহ বাজেয়াপ্ত করা হয়েছে এবং উল্লিখিত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।