ধান কাটার সময় টিলা থেকে গুলি, হত মৈতেই মহিলা ইম্ফলে

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : জিরিবামের  ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ইম্ফলে ঘটল ভয়ঙ্কর ঘটনা। ইম্ফলের বিষ্ণপুর জেলায় ধান কাটার সময় টিলা থেকে সন্দেহভাজন কুকি দুষ্কৃতকারীদের গুলিতে প্রাণ হারালেন এক মৈতৈ মহিলা। শনিবার বিষ্ণুপুর জেলার সাইটন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

সামাজিক মাধ্যমে বিভিন্ন পোর্টালের খবরে জানা যায়, মহিলা অন্যান্য কৃষকদের সঙ্গে ধান কাটতে গিয়েছিলেন। সেসময় দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে জনৈকা মহিলা প্রাণ হারান। খবরে উল্লেখ করা হয় এক পুলিশ সূত্র জানায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা সাইটনের নিচু ধান ক্ষেতের দিকে টিলা থেকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি চালায়। মাঠের মধ্যে মারা যান মহিলা।

এ দিকে, গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এই আক্রমণকে ব্যর্থ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বর্তমানে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জিরিবামে মার গ্রামে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিলে এক শিক্ষিকার মৃত্যু ঘটে।

ধান কাটার সময় টিলা থেকে গুলি, হত মৈতেই মহিলা ইম্ফলে

Author

Spread the News