সোনাই ওসি এম সন্দিকৈ ও দুই এসআই-কে বিদায়ী সংবর্ধনা
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : সোনাই থানা থেকে বদলি হওয়া ওসি এম মানস সন্দিকৈ এবং দুই এসআই রাজু সিংহা ও মৌমিতা নাথকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ভিডিপি হলে থানা লেভেল নাগরিক কমিটির ব্যবস্থাপনায় বিদায়ী সভায় তিন আধিকারিককে উত্তরীয়, ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। টিএলএনসি কমিটির চেয়ারম্যান সন্দীপন নাথের পৌরহিত্য অনুষ্ঠানে সোনাই অঞ্চলের বিভিন্ন সংগঠন ও সামাজিক ব্যক্তিরা উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বিদায়ী ওসি মানস সন্দিকৈ বলেন, দ্বিতীয়বার ওসি হিসেবে সোনাই থানায় যোগ দিয়েছিলেন। কিন্তু আড়াই বছরের কার্যকালে সোনাই অঞ্চল থেকে বিভিন্ন ভাবে অভিজ্ঞতা নিয়েছেন। দায়িত্ব পালনে সময়ে সময়ে কড়া ভাবে কর্তব্য পালন করেছেন। তবে সোনাইর জনগণের সবসময় সহযোগিতা পেয়েছেন তিনি বলে জানান। আবেগ কন্ঠে অভিমত ব্যক্ত করেন মহিলা এসআই মৌমিতা নাথ। এছাড়া এসআই রাজু সিংহাও তাঁর অনুভূতি প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, টিএলএনসি কমিটির সদস্য মোস্তাফা জামান বড়ভূইয়া ও বিজিত রায় (বাপ্পি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএলএনসি সদস্য মিজাজুর রহমান (বাবলু), সুবিনয় দাস, মাখন লস্কর, টুনু চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকৃষ্ণ নাথ।