মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী ট্রাম্প
৬ নভেম্বর : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। তিনি সেদেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ২৭০ অতিক্রম করে তিনি ইতিমধ্যেই ২৭৭টি ইলেক্টোরাল ভোট জিতেছেন। অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি আসনে এগিয়ে রয়েছেন।
এ দিকে, রাষ্ট্রপতি হয়ে দেশবাসীকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, ‘আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব।’ এ লড়াইয়ে যারা সঙ্গ দিয়েছেন, তাঁদের অসাধারণ আখ্যা দিয়ে ধন্যবাদ জানালেন ট্রাম্প। অবৈধ অভিবাসন সহ একাধিক ইস্যুতে মুখ খুললেন তিনি। বললেন, ‘আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করতে চলেছি, আমাদের দেশের সবকিছু ঠিক করতে চলেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন দেখল আমেরিকা।’
ট্রাম্প বললেন, ‘আমি আমার শরীরের প্রতিটি নিঃশ্বাস নিয়ে আপনাদের জন্য লড়াই করব। আমি বিশ্রাম নেব না যতক্ষণ না আমরা শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা তৈরি হচ্ছে। এটা আমাদের সন্তানদের প্রাপ্য এবং আপনার প্রাপ্য। এটি সত্যিই আমেরিকার স্বর্ণযুগ হবে। সর্বশ্রেষ্ঠ দেশ হবে আমেরিকা। আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য লড়াই করব।’ ছবি সংগৃহিত।