শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা ১৬ই

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শাস্ত্রীয় সঙ্গীত প্রচারক ও সংগঠক রামচন্দ্র ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন ও শিলচর সঙ্গীত বিদ্যালয়ের ৮৫তম বর্ষপূর্তিতে আগামী ১৬ নভেম্বর স্থানীয় বঙ্গভবনে শাস্ত্রীয় সন্ধার আয়োজন করছে। অনুষ্ঠানে সরোদ-তবলার যুগলবন্দী বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে। ওইদিন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ) ও পণ্ডিত তন্ময় বোস তবলার মাধ্যমে তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবেন। কার্যসূচিকে সফল ও সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা ১৬ই

Author

Spread the News