জল্পনা-কল্পনার অবসান, তিন মাসের মধ্যে হচ্ছে আহলে সুন্নতের পূর্ণাঙ্গ কমিটি
নয়া কমিটির সভাপতি মওলানা মবরুর, সম্পাদক পদে বহাল সৈয়দ আব্দুন নুর_____
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : গত কয়েকদিন থেকে উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে বিতর্ক দেখা দেয়। সংবাদ মাধ্যমে নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে বয়ানও দিয়েছেন। এতে অনুগামীরা ভেবে ছিলেন হয়তো আবারও কমিটি গঠন নিয়ে দু’টি দল হয়ে যাবে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। গঠন হল কেন্দ্রীয় কমিটি তবে পূর্ণাঙ্গ নয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। শনিবার রাতে কেন্দ্রীয় কমিটির রাজ্য ও জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শিলচর বাইপাস সড়ক সংলগ্ন সৈদপুর দ্বিতীয় খণ্ডের এক ভবনে পাঁচ ঘণ্টা ধরে চলা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক নিয়ম অনুযায়ী সাধারণ সভার আগের দিন জামাতের স্টিয়ারিং অর্থাৎ আহ্বায়ক কমিটির আহ্বানে প্রতিনিধি নিয়ে ‘সাবজেক্ট মিটিং’ করে কমিটির পুনর্গঠন প্রক্রিয়ার রূপরেখা তৈরি করতে হয়।
এদিন সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া সভা শেষ হয় রাত প্রায় এগারোটায়। দীর্ঘ আলোচনার পর গুরুত্বপূর্ণ পদ গুলো সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। এতে মুখ্য উপদেষ্টা পদে ফের বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্করকে নির্বাচিত করা হয়। জামাতের কেন্দ্রীয় কমিটির নয়া সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মওলানা মবরুর আহমদ বড়ভূইয়া (বাগাডরি)। কার্যকরি সভাপতি পদে মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত রয়েছেন। সাধারণ সম্পাদক পদে পুনরায় বহাল থাকলেন মওলানা ড. সৈয়দ আব্দুন নুর। এছাড়া সহ-সভাপতি পদে মওলানা মহি উদ্দিন, যুগ্ম সম্পাদকে মওলানা আহমেদ আলি সহ মওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী, মওলানা ফয়েদ আহমেদ ও হাজি রাজন আহমদ মজুমদারকে রেখে কমিটি গঠন করা হয়।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি মওলানা মবরুর আহমদ। সভায় উপস্থিত ছিলেন প্রত্যেক জেলা ও রাজ্য কমিটির নির্বাচিত প্রতিনিধি সদস্য সহ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদরা। শেষে টানটুর পীর সন্তান মওলানা আব্দুল বাসিত চৌধুরীর মিলাদের কেয়াম পরিচালনার পর শেষ দোয়া করেন মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়া।
এদিনের সভায় নয়া কমিটির রূপরেখা তৈরি করা হলেও রবিবারের সাধারণ সভা স্থগিত রাখা হয়। আগামী তিন মাসের মধ্যে সুষ্টভাবে একটি পুর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে দায়িত্ব অর্পন করা হয়।