ভূপেন হাজরিকার প্রয়াণ দিবসে নানা কর্মসূচি সাহিত্য সভার শিলচর শাখার

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : অসম সাহিত্য সভার শিলচর শাখার উদ্যোগে আগামী ৫ নভেম্বর সুধাকন্ঠ ড. ভূপেন হাজরিকার ত্রয়োদশ প্রয়াণ দিবস পালন করা হবে। শিলচর অসম সাহিত্য সভার কার্যালয় চত্বরে ওইদিন বিকেল পাঁচটায় একটি স্থায়ী মঞ্চের উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন করবেন তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের শিলচরস্থ কর্মকর্তা বিপুল গোঁহাই।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি পরিষদের সভাপতি লক্ষীন্দ্র সিনহা। দিনব্যাপী কার্যসূচির মধ্যে রয়েছে সকাল নয়টায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও সন্ধ্যা সাড়ে পাঁচ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

ভূপেন হাজরিকার প্রয়াণ দিবসে নানা কর্মসূচি সাহিত্য সভার শিলচর শাখার
ভূপেন হাজরিকার প্রয়াণ দিবসে নানা কর্মসূচি সাহিত্য সভার শিলচর শাখার

Author

Spread the News