ওয়াগনারের ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী শরিফনগরে

ওয়াগনারের ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী শরিফনগরে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : অসম-ত্রিপুরা ৪৪ নম্বর জাতীয় সড়কের শরিফনগর তেমাথায় একটি ওয়াগনার গাড়ির ধাক্কায় বাইকে থাকা দু’জন ব্যক্তি আহত হয়েছেন। বাইকের আরোহী গুরুতর ভাবে আহত হয়ে বর্তমানে শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল অনুমানিক চারটা নাগাদ।

জানা গেছে, করিমগঞ্জ শহরের দিক থেকে পোয়ামারা অভিমুখ হয়ে শরিফনগরের ফকিটিলায় এক আত্মীয়ের বাড়িতে যাত্রী নিয়ে আসার সময় একটি ওয়াগনার গাড়ি শরিফনগর তেমাথা বাইককে ধাক্কা মারে। এতে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন বাইকে থাকা দু’জন আরোহী। বাইকের দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। তাছাড়া ওয়াগনার গাড়ির চালক দ্রুতগতিতে তার গাড়িটি চালিয়ে শরীফনগর বাজারে এসে গাড়িতে থাকা যাত্রী রেখে গাড়ি থামিয়ে জনতার হাত  থেকে বাঁচতে গা ঢাকা দেয়। খবর পেয়ে করিমগঞ্জের ট্রাফিক ইনচার্জ সুজিত সিনহা দলবল নিয়ে এসে ঘটনাস্থলে পৌঁছেন।

ওয়াগনারের ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী শরিফনগরে
Spread the News
error: Content is protected !!