ঘুংঘুর কালীবাড়ির পুজোয় নজর কাড়ল হারিয়ে যাওয়া গ্ৰামীণ সামগ্রীর মিউজিয়াম

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : ঘুংঘুর কালীবাড়ির পুজোয় ফুটে উঠেছে হারিয়ে যাওয়া গ্ৰামীণ পরিবেশ। দর্শনার্থীদের মধ্যে বিশেষ নজর কাড়ল এই থিম।

প্রতিবছরের মত এবারও বিগ বাজেটের কালীপুজোর আয়োজন করেছে ঘুংঘুর কালীবাড়ি সর্বজনীন কালীপূজা কমিটি। রয়েছে আকর্ষণীয় মণ্ডপ ও সুসজ্জিত আলোকসজ্জা। তবে এবারের থিম সবার কাছে বিশেষ নজর কেড়েছে।  হারিয়ে যাওয়া গ্ৰামীণ বিভিন্ন সামগ্রীর মিউজিয়াম। যেখানে রয়েছে ঢেকি, লাঙল, টুকরি, খলই, চুলা, হ্যারিকেন, পেট্টমাস, বলদ দিয়ে হালচাষ, মাটির বাসনপত্র, কোয়া, হাঁস-মুরগি, জাঁকি জাল ইত্যাদি।

ঘুংঘুর কালীবাড়ির পুজোয় নজর কাড়ল হারিয়ে যাওয়া গ্ৰামীণ সামগ্রীর মিউজিয়াম

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশিষ্টজনেরা ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে ঘুংঘুর সর্বজনীন কালীবাড়ি পূজা মন্ডপের উদ্বোধন করেন। এ দিন সদ্য প্রয়াত ভারতরত্ন রতন  টাটার স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকে দর্শন ও খুনের ঘটনার প্রতিবাদ জানান।

ঘুংঘুর কালীবাড়ির পুজোয় নজর কাড়ল হারিয়ে যাওয়া গ্ৰামীণ সামগ্রীর মিউজিয়াম

সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুজো কমিটির কর্মকর্তারা জানান, প্রাচীন ভারতের গ্রাম্য  জীবনের হারিয়ে যাওয়া গ্ৰামিন স্মৃতিগুলি তারা এই পূজা মণ্ডপের মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরেছেন। বিশেষ করে শিশুরা মিউজিয়ামের মাধ্যমে পুরনো দিনের অনেক কিছু জানতে পারবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ প্রনয় নাথ, ডাঃ বন্দনা দাস, সভাপতি প্রদীপ নাথ, সম্পাদক টিংকু দাস, লুৎফুর রহমান, অপুর্ব দাস, সাহিন উদ্দিন, মাসুক আহেমদ, বিশ্বতোষ নাথ, শরৎ পাল প্রমুখ।

ঘুংঘুর কালীবাড়ির পুজোয় নজর কাড়ল হারিয়ে যাওয়া গ্ৰামীণ সামগ্রীর মিউজিয়াম
ঘুংঘুর কালীবাড়ির পুজোয় নজর কাড়ল হারিয়ে যাওয়া গ্ৰামীণ সামগ্রীর মিউজিয়াম

Author

Spread the News