অসম পুলিশের অত্যন্ত অমানবিক ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ ডিজিপির

অসম পুলিশের অত্যন্ত অমানবিক ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ ডিজিপির

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : অসম পুলিশের একটি অত্যন্ত অমানবিক এবং সংবেদনশীল ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায় দরং সিপাজহার পুলিশ দু’টি মৃতদেহ প্লাস্টিক/পলিথিন ব্যাগে মুড়ে  একটি গাড়িতে টেনে নিয়ে যায়। ঘটনাটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। খবর অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু বাবা ও মেয়ের দেহ। নিহতদের নাম মথুরা নাথ ডেকা ও নন্দিতা ডেকা।

মঙ্গলদৈ শাকতোলায় রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে তাদের স্কুটির সংঘর্ষ হয়। সংঘর্ষে তাঁরা রাস্তায় পড়ে যাওয়ার পর দ্রুতগামী একটি ট্রাক থামতে না পেরে কেউ এগিয়ে আসার আগেই তাঁদের ওপর দিয়ে চলে যায়। ঘটনার সময় দুজনেই গুরুতর আহত হন এবং কোন চিকিৎসা সহায়তা পাওয়ার আগেই মারা যান।

অসম পুলিশের অত্যন্ত অমানবিক ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ ডিজিপির
মৃত বাবা ও মেয়ের ফাইল ছবি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। কিন্তু মৃতদেহ উদ্ধার হতেই শুরু হয় বিতর্ক।

মৃতদেহ উদ্ধারের জন্য স্ট্রেচার বা অন্যান্য পদ্ধতি ব্যবহার না করে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা মৃতদেহগুলোকে নীল প্লাস্টিকের ব্যাগে মুড়ে লাশগুলোকে দড়ি দিয়ে টেনে নির্ধারিত গাড়িতে নিয়ে যান।এতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের কড়া সমালোচনার ঝড় উঠেছে।

তবে অসম পুলিশের মহাপরিচালক জিপি সিং বলেছেন, ঘটনার তদন্ত করা হবে। “সিপাজহারে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি খুঁজে বের করার জন্য একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে,” তিনি X-তে লিখেছেন।

অসম পুলিশের অত্যন্ত অমানবিক ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ ডিজিপির
অসম পুলিশের অত্যন্ত অমানবিক ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ ডিজিপির

Author

Spread the News