‘জয় শ্রীরাম’ বললে মিলবে বিনামূল্যে খাবার, জোর মহিলাকে

'জয় শ্রীরাম' বললে মিলবে বিনামূল্যে খাবার, জোর মহিলাকে

৩১ অক্টোবর : মুখে বলতে হবে ‘জয় শ্রীরাম’। আর তা নাহলে মিলবে না বিনামূল্যে খাবার। এক মুসলিম মহিলাকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হচ্ছে, এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের টাটা হাসপাতালে। সেখানে বিনামূল্যে খাবারের জন্য ‘জয় শ্রীরাম’ বলতে বলা হল মুসলিম মহিলাকে।

ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছে, ‘যাঁরা জয় শ্রীরাম বলবেন না, তাঁদের লাইনে দাঁড়ানো উচিত নয় ।’ এরপর মুসলিম মহিলাকে খাবার পরিবেশন করতে গিয়ে ওই ব্যক্তি বলেন, খাবার চাইলে ‘জয় শ্রীরাম’ বলতে হবে। তিনি তা না বললে তাকে লাইন থেকে সরে যেতে বলা হয়।

'জয় শ্রীরাম' বললে মিলবে বিনামূল্যে খাবার, জোর মহিলাকে

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই মুসলিম মহিলার প্রতি পরিবেশকের এই আচরণে ক্ষুব্ধ হয়েছে নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এনজিওটি মনে হয় বিজেপি-আরএসএস দ্বারা তৈরি।’ আবার কেউ লেখেন, ‘কেউ স্লোগান দিচ্ছে না বলে যদি তারা খাবার দিতে অস্বীকার করে তবে তারা কোনও এনজিও নয়। লজ্জাজনক ঘটনা!’ বলা বাহুল্য, প্রতিদিন টাটা হাসপাতালের কাছে কয়েকটি এনজিও এই খাবার বিতরণ করে থাকে। আর সেখানেই এমন ঘটনা ঘটছে সরব হয়েছে বহু মানুষ। পাশাপাশি কেন ওই ব্যক্তি খাবার দেওয়ার আগে জোর করে স্লোগান দেওয়াচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

'জয় শ্রীরাম' বললে মিলবে বিনামূল্যে খাবার, জোর মহিলাকে

Author

Spread the News