খেতাব জিতলেন দিবিজা, বিপ্রজিৎ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : নগাঁওয়ে ত্রৈলোক্য নাথ মেমোরিয়াল সারা আসাম মেজর র‍্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় খেতাব জিতলেন শিলচরের দিবিজা পাল ও বিপ্রজিৎ পাল। ত্রিমুকুট জেতার দাবিদার থাকলেও অনূর্ধ্ব এগারোর জাতীয় চ্যাম্পিয়ন দিবিজা শুধুমাত্র অনূর্ধ্ব ১৩ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে, ছেলেদের অনূর্ধ্ব ১১ বিভাগের ফাইনালে বিপ্রজিৎ পাল ৩-০ ব্যবধানে শিবসাগরের জিহান আহমদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। সেমিফাইনালে শিলচরের‌ই এম জেনিথ সিং-কে পরাজিত করেছেন বিপ্রজিৎ।

উল্লেখ্য, ফাইনালে গুয়াহাটির ঈশানী গগৈকে ৩-০ ব্যবধানে পরাজিত করেন দিবিজা। তবে মেয়েদের অনূর্ধ্ব ১১ এবং অনূর্ধ্ব ১৫ বিভাগের সেমিফাইনালে হেরে যান তিনি ।

খেতাব জিতলেন দিবিজা, বিপ্রজিৎ
খেতাব জিতলেন দিবিজা, বিপ্রজিৎ

Author

Spread the News