ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের
১৮ অক্টোবর : ট্রাকের ধাক্কায় মারা গেলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর। তড়িঘড়ি আহত ট্র্যাফিক পুলিশকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ট্র্যাফিক পুলিশের নাম সোমনাথ রায় (৪০)। তাঁর বাড়ি হাওড়ার সাঁকরাইলে। তিনি উলুবেড়িয়া ট্র্যাফিক গার্ডের অফিসে কর্মরত ছিলেন। এদিন উলুবেড়িয়ার শ্রীরামপুর মোড়ের ৬ নম্বর জাতীয় সড়কে তাঁর ডিউটি পড়েছিল। তিনি ডিউটিতে থাকাকালীন একটি ট্রাক ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক ট্রাক ও ট্রাক চালক।
অন্যদিকে, দুর্ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী বাঙ্গালিয়া বলেন, ‘কর্তব্যরত অবস্থায় এক ট্র্যাফিক হোমগার্ডকে একটি গাড়ি ধাক্কা মারে। মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’ খবর : উত্তরবঙ্গ সংবাদ।