উত্তপ্ত মহারাষ্ট্র, দুষ্কৃতীর গুলিতে খুন এনসিপি নেতা সিদ্দিকি
১৩ অক্টোবর : বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র। দুষ্কৃতীর গুলিতে খুন হলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকি। শনিবার নির্মল নগর এলাকায় তাঁর নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়লে বাবা সিদ্দিকিকে উদ্ধার করে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা পরপর তিনটি গুলি চালিয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছেদ ঘটিয়ে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীতে যোগ দেন বাবা সিদ্দিকি। ২০১৯ সালের বিধানসভা কংগ্রেসের হয়ে দাঁড়ালেও হেরে যান তিনি। বলিউড সিনেমার জগতের সঙ্গেও গভীর যোগাযোগ ছিল তাঁর। বহু তারকার সঙ্গে ছিল ব্যক্তিগত সম্পর্ক। কী কারণে বাবা সিদ্দিকিকে খুন করা হলো তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।

