ছয় নম্বর দফা বরাকে প্রযোজ্য হবে না মুখ্যমন্ত্রীর ঘোষণায় সাধুবাদ স্বার্থ সুরক্ষা পরিষদের
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : আসাম চুক্তির ছয় নম্বর দফা বরাক উপত্যকায় প্রযোজ্য হবে না বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করায় সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে। পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এই মর্মে এক বিবৃতিতে এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। কিন্তু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার কিছু কিছু ব্যক্তি মূখ্যমন্ত্রীর এই ঘোষণাকে পর্যালোচনা করার দাবি জানানোর জন্য পরিষদ আশ্চর্যবোধ করেছে।
এই দাবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পরিষদের সভাপতি হারাণ দে বলেন, আসাম আন্দোলনের সময় বরাক উপত্যকায় এর বিরোধিতা করা হয়। ১৮৭৪ সালে গোয়ালপাড়ার সঙ্গে বঙ্গ ভাষাভাষী বরাক উপত্যকাকে যুক্ত করা হয়। ফলে অসমের মানচিত্রের মধ্যে থাকলেও বরাক উপত্যকার ভাষা ও সংস্কৃতি ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা থেকে পৃথক। তাই অসম চুক্তি স্বাক্ষর করার সময় বঙ্গ ভাষাভাষী বরাকের কোন প্রতিনিধি কে ডাকা উচিত ছিল কিন্তু তা করা হয়নি।
এর পরিপ্রেক্ষিতে পৃথক ভাষা সংস্কৃতির অধিকারী বরাক উপত্যকায় আসাম চুক্তির ছয় নম্বর দফা কার্যকর না করা টা সঠিক বলে পরিষদের সভাপতি এই বিবৃতিতে উল্লেখ করেন। এছাড়া তিনি বরাকের বাইরের কারও অনুরোধে বরাকে এই দফা কার্যকরের বিষয়টি পর্যালোচনা না করতে মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান।