আজ মহাষ্টমী, সাতসকালেই পুজো সম্পন্ন

আজ মহাষ্টমী, সাতসকালেই পুজো সম্পন্ন

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : আজ মহাষ্টমী। সকাল ৭টা ১১ ভেতরে অষ্টমী পূজা ও সন্ধি পূজা সম্পন্ন হল। তিথির দরুন সাতসকালে পুরোহিতরা মণ্ডপে পূজার্চনা শেষ করেন। একই দিনে নবমী পূজা তিথি পরে যায়।

শুক্রবার মহাষ্টমী দিনে শিলচর শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে দেখা যায়। প্রত্যেক পূজামণ্ডপে পুরোহিতরা দেবী দুর্গা মায়ের পূজা অর্চনা করে দুর্গা মাকে আরাধনা করেন। এবং দেবী দুর্গা মায়ের সামনে বিভিন্ন রকমের ফল দিয়ে নৈবিদ্য সাজিয়ে দিতে দেখা যায়। ভক্তরা দুর্গা মায়ের রাতুল চরণে শ্রদ্ধাভরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। শিলচর শহরের শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কাছাড় জেলার শিলচর শহরের সাথে গ্রামাঞ্চলেও একই পরিবেশ।শহরের প্রত্যেক পূজা মণ্ডপে মহিলারা উলুধ্বনি এবং
শঙ্খ ধ্বনি দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ দিকে, রাত থেকে বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে মেঘের গর্জন ও মুশলধারা বৃষ্টিতে অষ্টমীর আনন্দ ম্লান হয়ে যায়। কিছু সড়ক ও মণ্ডপে জমাজলের সমস্যা দেখা দিয়েছে। 

আজ মহাষ্টমী, সাতসকালেই পুজো সম্পন্ন
আজ মহাষ্টমী, সাতসকালেই পুজো সম্পন্ন

Author

Spread the News