ফাউন্ডেশনর কাছাড়ের মহিলা শক্তি অধ্যক্ষা স্বর্ণালী, গঠিত পূর্ণাঙ্গ জেলা কমিটি
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরীকে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনর কাছাড় জেলার মহিলা শক্তি অধ্যক্ষা হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে।
জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনর রাজ্য মহিলা শক্তি অধ্যক্ষা রঞ্জিতা রাজ এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয় জানিয়েছেন। ওই আদেশে রঞ্জিতা রাজ কাছাড়ের স্বর্ণালী চৌধুরীর সঙ্গে রাজ্যের আরও ১৩টি জেলায় মহিলা শক্তি অধ্যক্ষা পদে নিয়োগ ঘোষণা করেন।
এ দিকে, দুই সন্তান নীতি রূপায়ণ করার উদ্দেশ্যে সর্ব ভারতীয়স্তরে গঠিত জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের কাছাড় জেলা গঠন করা হয়েছে। এ উদ্দেশ্যে শিলচরে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে-র পৌরোহিত্যে এক সভায় কাছাড় জেলা কমিটি গঠন করা হয়।
এই কমিটির সভাপতি হিসেবে হারাণ দে এবং কনভেনার হিসেবে ড. নবেন্দু বনিককে নির্বাচিত করা হয়।
এছাড়া সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র দাস, চারজন সাধারণ সম্পাদক সমীরণ মালাকার, অমল দাস, শশাঙ্ক ফুলমালী ও কাঞ্চন সিংহকে মনোনীত করা হয়। পাঁচ জন উপসভাপতি হলেন স্মৃতি পাল, সুশীল চক্রবর্তী, সুনীল রায়, রঞ্জিত সাহু, প্রশান্ত ঘোষ, মিহির নাথ ও অলোক রায়। কোষাধ্যক্ষ সন্দীপ দেবনাথ, দুজন বৌদ্ধিক প্রমুখ অমিত চক্রবর্তী ও অরুন বিশ্বাস, সাতজন কো-কনভেনার মধু শুক্লবৈদ্য, পিনাকপানি হোম চৌধুরী, বিনায়ক চৌধুরী, জয়ন্ত রবিদাস, মানিক পাল, জয়বাবু সিংহ ও শুভাশিস দাস, মিডিয়া প্রমুখ দেবদুলাল মালাকার ও নীলকমল দাস, সাতজনকে সম্পাদক মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন ড. সুবীর মালাকার, রোশন আহমেদ, নন্দদুলাল সাহা, আলি রাজা ওসমানি, প্রেমতোষ বনিক, দীপন চক্রবর্তী, সেকুল ইসলাম মজুমদার, অডিটার ড. সমর দেব, সোশ্যাল মিডিয়া প্রমুখ উত্তমকুমার সাহা, ব্যবস্থাপনা প্রমুখ সুনীল বনিক ও গঙ্গেশ ভট্টাচার্য, সুধা প্রমুখ ড. চন্দন দে এবং এগারো জন কার্যকরী সদস্য রয়েছেন।