হোয়াইট হাউসের আদলে মণ্ডপ শ্যামাপ্রসাদ রোডে, ৬০কেজি সিটি গোল্ডের প্রতিমা
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে উপত্যকার জনগণকে চমক দিতে প্রস্তুত শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে পূজা কমিটির কর্মকর্তারা বলেন, করোনা অতিমারি ও বন্যার ভয়াবহ পরিস্থিতির দরুন পূজা আয়োজন তেমন সফলতা অর্জন করতে পারেনি। কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে এবার শ্যামাপ্রসাদ রোড দুর্গা পূজা কমিটি তাঁদের পুরোনো মহিমায় ফিরে এসেছে। ফলে এবার বরাক উপত্যকার জনগণের সামনে কিছু নতুনত্ব তুলে ধরার পাশাপাশি শহররের অন্যান্য বিগ বাজেটের পূজো কমিটি গুলোর সঙ্গে পাল্লা দিয়ে সমাজে চমক সৃষ্টি করতে প্রস্তুত কমিটির সদস্যরা।
শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে এবার ১০লক্ষ টাকা ব্যয়ে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ২লক্ষ টাকা খরচে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যবহৃত হবে ৬০কেজির সিটি গোল্ড। এছাড়াও গ্রাফিক্সের মাধ্যমে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জাও। পুজো আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরে নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিটির বিশেষ নজর থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠবে গোটা এলাকা। উপত্যকার অন্যান্য পূজা কমিটির মধ্যে শ্যামাপ্রসাদ রোড দুর্গা পূজা কমিটির আয়োজনে এলাকা জনসমুদ্রে পরিণত হওয়ার আশা প্রকাশ করেছেন আয়োজকরা। ফলে ভিড় সামাল দিতে এলাকায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগকে বিশেষ নজর রাখার আবেদন জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। পুজোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও পূজোর চারদিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে পুজোকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
আরও জানান, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষত মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবী ছাড়াও মজুত থাকবেন প্রাইভেট সিক্যুরিটির জওয়ানরা। এর জন্য পুলিশ ও প্রশাসনেরও সহযোগিতা কামনা করেন আয়োজকরা। মূর্তি, মণ্ডপ ও অন্যান্য আয়োজনে এবার শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি পুজোয় ২২ লক্ষ টাকা বাজেট নিয়ে এগোচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির সম্পাদক হিমাদ্রিশেখর দাস, পরাগ নন্দী মজুমদার, বাপি দেওয়ানজি, সুমন শুক্লবৈদ্য, গৌতম নন্দী মজুমদার, তথাগত দেব রায়, মাণিক দেব রায়, কোষাধ্যক্ষ প্রণবরঞ্জন নন্দী, উপ-সভাপতি রাজু ভট্টাচার্য, ভানু চক্রবর্তী, মিডিয়া সচিব প্রিয়াংশু নন্দী প্রমুখ।
উল্লেখ্য, বুধবারই শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির থিমসং সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে। এতে কণ্ঠ, সুর ও সঙ্গীতে রয়েছেন বিশ্বরাজ ভট্টাচার্য।