অবসর নিলেন অধ্যক্ষ মোহাম্মদ আসাদ উদ্দিন
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : অবসর নিলেন আছিমিয়া এইচএস স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আসাদ উদ্দিন। তিনি দীর্ঘ ৩১ বছর ওই স্কুলে সুনাম ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা করে সোমবার চাকরি জীবন থেকে অবসর নিলেন।
১৯৯৪ সালের ২২ জানুয়ারি গণিতের বিষয় শিক্ষক হিসেবে তিনি চাকরিতে যোগ দেন। ২০১৭ সালের ৪ মে ওই স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ছাত্রছাত্রী ও স্কুলের প্রতি সর্বদা তাঁর সহযোগিতা থাকবে বলে জানান। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও তিনি জড়িত আছেন। মূলবাড়ি নিলামবাজারের গান্ধাই দাসগ্রামে। বর্তমাতে তিনি করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট এলাকার মাইজডিহির বাসিন্দা।