গবাদি পশুকে বাঁচাতে গিয়ে একের পর এক ধাক্কা বাসের, প্রাণ গেল ৭ জনের

২৯ সেপ্টেম্বর : গবাদি পশুকে বাঁচাতে গিয়ে বেসামাল পরিস্থিতি। যাত্রীবাহী বাস পরপর ধাক্কা মারল মিনিভ্যান, মোটরসাইকেল এবং সব শেষে ডিভাইডারে। পরিণতি হল ভয়ানক। একসঙ্গে প্রাণ গেল ৭ জনের, তার মধ্যে ৪জন শিশু। জখম হয়েছেন আরও ১৪ জন।

ঘটনাস্থল দ্বারকা। শনিবার রাতে গুজরাটের শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত প্রায় আটটা নাগাদ দ্বারকা থেকে আমেদাবাদগামী একটি বাস রাস্তার মাঝে থাকা গবাদী পশুর সঙ্গে ধাক্কা এড়ানোর চেষ্টা করে। সেই চেষ্টা সফল হলেও, ঘটে মারাত্মক বিপদ। নিয়ন্ত্রণ হারিয়ে বাস পরপর ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা মিনিভ্যান, মোটরসাইকেল এবং শেষে ধাক্কা মারে ডিভাইডারে।

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৭ জনের। তাদের মধ্যে চারজন শিশু, দুজন মহিলা এবং একজন পুরুষ। চারজন শিশুর নাম জানা গিয়েছে ইতিমধ্যে। তারা হল দুই বছরের তান্যা, সাত বছরের বিসান, ১৩ বছরের প্রিয়াংশি, তিন বছরের রিয়াংশ। হেতালবেন এবং ভাবনাবেন নামের দুই মহিলার মৃত্যু হয়েছে। তাঁদের বয়স ২৫,৩৫। মৃত্যু হয়েছে ২৫ বছরের চিরাগের।

গবাদি পশুকে বাঁচাতে গিয়ে একের পর এক ধাক্কা বাসের, প্রাণ গেল ৭ জনের
গবাদি পশুকে বাঁচাতে গিয়ে একের পর এক ধাক্কা বাসের, প্রাণ গেল ৭ জনের

Author

Spread the News