স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর সৌদির

২৮ সেপ্টেম্বর : ফিলিস্তিন-ইজরায়েল সংকট সমাধানের একমাত্র উপায় দু’টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এ লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করেছে সউদি আরব। আরব লিগ, ওআইসি ও নরওয়ের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠকে সউদি বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিন-ইজরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে—এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। 

ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা যা করার চেষ্টা করছি তা হল, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন।’ তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস, কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। সৌদি আরবের বিদেশমন্ত্রী বলেন, ‘আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে, কীভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে?’ আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

প্রিন্স ফারহান আরও বলেন, ‘আমরা যুদ্ধ শুরুর পর থেকে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি যে, যখনই আমাদের বলা হয় আমরা গাজায় যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছি, তখনই আর তা ঘটে না।’ তিনি বলেন, ‘একইভাবে, যখন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট আহ্বানে একসঙ্গে কাজ করছিলাম, তখন আমাদের ধারণাটি গ্রহণযোগ্য ছিল, কিন্তু এখন আমরা পেরেছি যে, এটি গ্রহণযোগ্য হয়নি।’

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর সৌদির
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর সৌদির

Author

Spread the News