পুজোর সময় মুম্বইয়ে জঙ্গি হামলার আশঙ্কা,
২৮ সেপ্টেম্বর : মুম্বইয়ে জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় এজেন্সির তরফে সতর্কবার্তা পাওয়ার পরেই তৎপর মুম্বই পুলিশ। স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একাধিক ধর্মস্থান যেমন মন্দির ছাড়াও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সমস্ত এলাকায় ‘মক ড্রিল’ ও করছে পুলিশ।
শহরের ডিসিপিদের নিজ নিজ জোনে নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। শহরের মন্দিরগুলিকে সতর্ক থাকতে বলেছে পুলিশ। সন্দেহজনক বস্তু বা কোনও কার্যকলাপ নজরে এলেই পুলিশে খবর দিতে বলা হয়েছে।
পুজোর আগে জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে রীতিমতো আতঙ্কিত মুম্বইবাসী। যদিও পুলিশের তরফে জনগণকে আশ্বস্ত করা হয়েছে। চলতি মাসেই গণেশ চতুর্থী ছাড়াও, আগামী মাসে দুর্গাপুজো, দশেরা, দিওয়ালির মতো উৎসব রয়েছে। কোনও অনভিপ্রেত ঘটনা যাতে না হয়, সেদিকে নজর রেখেছে পুলিশ।
খবর : আজকাল ডট ইন।