পালংঘাটে জয়ী পুনিরমুখ

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : মুনলাইট ক্লাব পালংঘাটের  ব্যবস্থাপনায় ও ইউটোপিয়া এনজিও কাবুগঞ্জের সহযোগিতায় সিসিজেসি পালংঘাট এইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত পীযূষচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে জয়ী পুনিরমুখ জিপি দল। বৃহস্পতিবার তারা মুখোমুখি হয় বুরুঙা বস্তি দলের। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ্বের ২১ মিনিটে পুনিরমুখ দলের পক্ষে প্রথম গোল করেন মেহবুব লস্কর। ম্যাচে বুরুঙা বস্তি দল বার কয়েক গোলের চেষ্টা করলেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে পুনিরমুখ দলের সার্মিন লস্কর আরও গোল করে ব্যবধান বাড়িয়ে দেন।  

এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাইথিং মিজো। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন অতিথিরা। খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন, সেলিম লস্কর, সায়েল লস্কর ও চতুর্থ  মুস্তাক লস্কর।

আগামীকাল বৃহস্পতিবার ৮ম ম্যাচে মুখোমুখি হবে চান্দপুর জিপি দল বনাম আর্জানপুর জিপি দল।

পালংঘাটে জয়ী পুনিরমুখ
পালংঘাটে জয়ী পুনিরমুখ

Author

Spread the News