আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল, করিমগঞ্জে করবেন রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তির উন্মোচন
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : নৌপরিবহন এবং জলপথমন্ত্রী কেন্দ্রীয় বন্দর, সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার দু’দিনের বরাক সফরে আসছেন। ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর কাছাড় ও করিমগঞ্জ জেলায় বিভিন্ন কার্যসূচি রয়েছে তাঁর। সরকারি সূত্রে জানানো হয়েছে, মন্ত্রী সোনোয়াল ২৬ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে শিলচর বিমানবন্দরে পৌঁছে বিকেল তিনটায় আসাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। সেখানে বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। পরদিন ২৭ সেপ্টেম্বর মন্ত্রী সোনোয়াল সকাল ১০টা ৩০ মিনিটে করিমগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন।
করিমগঞ্জ বিজেপির প্রাক্তন সভাপতি প্রয়াত রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তির উন্মোচন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শহরের অনুকূল সাগরের পাশে রথীন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই মূর্তি স্থাপন করে।
করিমগঞ্জে নির্ধারিত কর্মসূচিগুলিতে অংশ নিয়ে তিনি আবার বিমানযোগে দুপুর ২টায় ফিরে যাবেন।