পাথারকান্দি ফুটবলে জয়ী সোনাতলা নিউ মার্কেট
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : ভালো খেলেও গোল করতে পারেনি। ২-০ গোলে সোনাতলা নিউ মার্কেট একাদশের কাছে হার হজম করে বাড়ি ফিরতে হল কটামণি ইয়ং স্টার ক্লাবকে। খেলার প্রথমার্ধ্বে হাড্ডাহাড্ডি লড়াই করলেও দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে কটামণি। মঙ্গলবার পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেল সোনাতলা নিউ মার্কেট একাদশ। ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময় কোন দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধ্বের ৬ মিনিটে কটামণি ইয়ং স্টার একাদশের সাজু আহমদের একটি আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যায় সোনাতলা। পরে ম্যাচের ২৫ মিনিটে সোনাতলা একাদশের হয়ে আতিক আহমদ গোল করে দলের জয় নিশ্চিত করেন। এদিনের খেলা পরিচালনা করেন আব্দুল আহাদ পাখি, আলি আহমেদ, সজল আহমেদ ও অভিজিৎ সিনহা। বুধবার সুদেষ্ণা ওয়েলফেয়ার একাদশ বিরুদ্ধে খেলতে নামবে লোয়ারপোয়া এফসির।