বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা শিলচরের নিবেদিতা এপার্মেন্ট

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো শিলচর শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা এপার্মেন্ট। রবিবার রাত অনুমানিক ১১-৩০ মিনিট নাগাদ শর্টসার্কিট হওয়ার কারণে এই বহুতল ভবনের গ্যারেজে থাকা সম্পূর্ণ মিটারবক্স গুলো জ্বলে ছাড়কার হয়ে হয়ে যায়। স্থানীয় জনতার সহযোগিতা এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় আছে সম্পূর্ণ বহুতল ভবনটি।

বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা শিলচরের নিবেদিতা এপার্মেন্ট
বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা শিলচরের নিবেদিতা এপার্মেন্ট

Author

Spread the News