খসড়া মনগড়া বলে আদালতে যাওয়ার হুমকি করিম উদ্দিনের

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : জিপি ডিলিমিটেশনে সোনাই থেকে জিপি কম হওয়ায় ক্ষোভ দেখা দিলো সোনাইয়ে। একাংশ পঞ্চায়েত প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদ জানান। বুধবার সোনাই সার্কল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তকে স্মারকলিপি প্রদান করা হয়। প্রস্তাবিত জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা বাতিলের দাবিতে দাবি জানানো হয়। এতে সামিল হন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াও।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু বলেন, এটা মনগড়া জিপি ডিলিমিটেশন হয়েছে। গাইডলাইনকে ফলো না করে নিজের মতো তৈরি করা হয়েছে। সোনাইয়ে জিপি বৃদ্ধির পরিবর্তে কমানো হয়েছে। তা কোনও অবস্থায় মানা যাবে না। প্রয়োজনে আইনি দ্বারস্থ হওয়ার হুঙ্কার দেন। এই খসড়াকে বাতিল করে নতুন ভাবে তৈরি করতে বিধায়ক দাবি জানান।

এদিন স্মারকলিপি প্রদানে এছাড়া উপস্থিত ছিলেন খালিদ হাসান লস্কর, জুনুবাবু লস্কর, নূর আহমেদ বড়ভুইয়া, সজীব লস্কর, টিটু লস্কর, হেলিম লস্কর সহ অন্যান্যরা।

খসড়া মনগড়া বলে আদালতে যাওয়ার হুমকি করিম উদ্দিনের
খসড়া মনগড়া বলে আদালতে যাওয়ার হুমকি করিম উদ্দিনের

Author

Spread the News