বরাকজুড়ে সাড়ম্বরে পালিত বিশ্বকর্মা পূজা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা বরাকজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দিনটির তাৎপর্য মাথায় রেখে সমস্ত কারিগর, প্রকৌশলী, কাঠমিস্ত্রি, উৎপাদনকারী ও যানবাহন চালক সংস্থা সহ বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা তাঁদের যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামকে পূজা করে দেব শিল্পীর আশীর্বাদ কামনা করেছেন। বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শিলচরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল-১, জল সম্পদ বিভাগের বিশ্বকর্মা পূজা কমিটির সাধারণ সম্পাদক ভাস্কর রায় জানান, এবারের পূজার অনুষ্ঠান সম্পর্কে প্রত্যেকবারের মতো এবারও দর্শনার্থীদের জন্য অন্য প্রসাদ আয়োজন করা হয় এক থেকে দেড় হাজার দর্শনার্থী প্রসাদ গ্রহণ করেন সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজন করা হয় এবারের পূজায় জেলা সম্পদ বিভাগের মহিলা কর্মীরাও অনেক সহযোগিতায় করেন, পূজা কমিটির সভাপতি কে জামান, জানান প্রত্যেকবারের মতো এবারও আমাদের অফিস প্রাঙ্গনে বিশ্বকর্মা পূজা আয়োজন করা হয় এতে প্রত্যেক কর্মীদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান, জেলা সম্পদ বিভাগের সুখেন্দু ধর, নারায়ন দত্ত, বানি নাথ, রিপনা বর্মন, বাবলি চক্রবর্তী, নারায়ণ ধর চৌধুরী, সৌমেন দত্ত, কেশব বাষ্পর, পুর্ত বিভাগ ও বিদ্যুৎ বিভাগ সংমণ্ডল-২, বিদ্যুৎ বিভাগের এসডিও রাজদীপ চক্রবর্তী জানান প্রত্যেকবারের মতো এবারও আমাদের অফিস প্রাঙ্গনে বিশ্বকর্মা পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করা হয় এতে প্রত্যেক কর্মীদের তিনি ধন্যবাদ জানান, কুশল সিং জুনিয়র ম্যানেজার, সুনিতা সিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ আরো অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন পূজা প্যান্ডেলে ও ঘুংঘুর রোড স্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল-২ এক্সিকিউটি ইঞ্জিনিয়ার ও বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি দেবদুলাল দাস জানান এবারের পূজায় আমাদের অফিসের প্রত্যেক কর্মীরা সুন্দর ও সুষ্ঠুভাবে পূজার আয়োজন করেছেন তার জন্য প্রত্যেক কর্মীকে অসংখ্য ধন্যবাদ জানান। সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়।
এছাড়াও ভক্তরা তাঁদের অগ্রগতি ও সাফল্যের কামনা করার পাশাপাশি উৎপাদনশীলতা বজায় রাখতে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন।বিকেলে বিভিন্ন পূজা মণ্ডপে আয়োজিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও। সবমিলিয়ে বিশ্বকর্মা পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা বরাকজুড়ে এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে ভক্তপ্রাণ জনগণ।