সোনাই রোডে পরিত্যক্ত কাস্টম কোয়োটারের চত্তর থেকে যুবকের লাশ উদ্ধার
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : শিলচর সোনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়োটারের চত্তরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতদেহ উদ্ধার কে ঘিরে সোনাই রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রাঙ্গিরখাড়ি পুলিশ।
সোমবার সকালে স্থানীয় জনগণ দেখতে পান সোনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়োটারের চত্বরে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা চিহ্নিত করে খবর দেন শিলচর শরৎপল্লী মৃত যুবকের পরিবার ও রাঙ্গিরখাড়ি আউট পোস্টে। সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ও মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে পৌঁছেন। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
মৃত যুবকের মা জানান, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁরা উপস্থিত হন। মৃত যুবক কুটি দাস তার ছেলে বলে চিহ্নিত করেন। তাঁদের ঘর শিলচর শরৎপল্লী এলাকায় বলে জানিয়েছেন।