চার বছরে অধিক মুনাফা সোনাই সমবায় সমিতির : চেয়ারম্যান
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : গত চার বছরে অধিক মুনাফা অর্জন করেছে সোনাই সমবায় সমিতি। রবিবার সমিতির সভায় সম্পাদকীয় প্রতিবেদনে একথা জোর গলায় জানিয়ে দিয়েছেন সচিব হবিবুর রহমান মজুমদার। তিনি বলেন, বিভিন্ন প্রতিকুলতা পেরিয়ে সমিতির চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর এজেন্টদের সহযোগিতা বিগত চার বছরে ৬ লক্ষ ৫৩ হাজার ৭২৫ টাকা মুনাফা অর্জন করেছে। চেয়ারম্যান সাহারুল আলমের পৌরহিত্ব্যে আয়োজিত সাধারন সভায় পাঁচ শতাধিক সদস্য ও গ্রাহকদের উপস্থিতিতে সম্পাদকীয় প্রতিবেদন পাট করে বিগত চার বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন পাশাপাশি ভাবে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। উপস্থিত সমিতির সদস্য ও গ্রাহকরা সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাবে সন্তোষ প্রকাশ করেন। কোন ও বিতর্ক ছাড়া প্রস্তাবগুলো সর্ব সম্মত ভাবে গৃহিত হয়। ২০২৪-২৫ সালের হিসাব রক্ষক হিসাবে রফিক উদ্দিন ও রামকৃষ্ণ নাথ কে নিয়োগ করা হয়।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান সাহারুল আলম বলেন ঐতিহ্যবাহী সোনাই সমবায় সমিতি তার সুনাম অক্ষুন্ন রেখে মুনাফা অর্জনের পথে হাটছে। তিনি জানান, সমিতির বোর্ড অব ডিরেক্টর, সদস্য, গ্রাহক, ডিলার ও কর্মচারি সকলের সর্বাঙ্গীন সহযোগিতা ও পরামর্শে সমিতি সোনাই এলাকার শীর্ষ স্থানে গিয়ে পৌঁছেছে। এও বলেন, এক সময় সমিতির অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। সকলের সহযোগিতায় সমিতির মুনাফা অনেক বেড়ে গেছে।
বিশিষ্ট ব্যবসায়ী রামেশ্বর শর্মা সোনাই সমবায় সমিতির ক্রমাগত উন্নতিতে সন্তোষ প্রকাশ করে বলেন বিশেষ করে চেয়ারম্যান হিসাবে সাহারুল আলমের দুরদর্শিতায় অত্যাধিক মুনাফার পথে এগুচ্ছে সমিতি। আগামীতে আর ও এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি। সমিতির বোর্ড অব ডিরেক্টর আজাদ হোসেন লস্কর বলেন, সমিতির চেয়ারম্যান সাহারুল আলম সোনাই পুরসভার ভাইসচেয়ারম্যানও বটে। একই সঙ্গে পুরসভা ও সমবায় সমিতির কঠিন দায়িত্ব কাধে নিয়ে দুইটি প্রতিষ্টান কে এগিয়ে নিয়ে গেছেন। তার অদম্য সাহসিকতা ও দুরদর্শিতায় সোনাই এখন অনেকটা এগিয়ে গেছে। সাহারুলের পারদর্শিতায় সন্তোষ প্র্কাশ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আসক আলি। সমিতির বোর্ড অব ডিরেক্টর আবু সিদ্দিক লস্কর জানান, এক সময়ে সমিতির সভা সমিতি ঠিকমতো হত না হিসেব নিকেশ ছিল খাতাপত্রে। চেয়ারম্যান সাহারুলের নেতৃত্বে তা কাটিয়ে উঠে সমিতি সোনাইয়ে রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। রামকৃষ্ণ নাথ বলেন, সাহারুল চেয়ারম্যান নির্বাচিত হয়ে অসংখ্য রেশনকার্ড ধনী পরিবারের কাছ থেকে ফিরিয়ে এনে অসহায় গরিব পরিবারের নামে বরাদ্ধ করেছিলেন।
এদিনের সভায় বিভাগীয় অবজারভার মজিবুর রহমান সমিতির কাজকর্মে সন্তোষ প্রকাশ করে সকলের সহযোগিতায় সমিতি আরও এগিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান রিংকু দাস, বোর্ড অব ডিরেক্টর এসএমদিলোয়ার জাহান লস্কর, নজরুল হক, সইফ উদ্দিন প্রমুখ।