ভোরের পাখির শরৎচন্দ্রের জন্মজয়ন্তী পালন
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : কথাশিল্পী শরৎচন্দ্র চট্যোপাধ্য়ায়ের জন্মজয়ন্তী পালন করল শিশু সংস্থা ভোরের পাখি। রবিবার ধোয়ারবন্দের বিনোদনগরে শিশু সংস্থার কার্যালেয় এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। প্রথমে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সম্পাদক জয়া মিশ্র।
এরপর ঝর্না পুরকায়স্থের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন জয়া মিশ্রম ও স্বপন তাঁতী। উপস্থিত ছিলেন বিষ্ণু রবিদাস, সুরজ যাদব, মিত্রগিনিসা ধর প্রমুখ।