জিরিবামের জঙ্গলে রাতে দুই পক্ষের গুলির লড়াই অব‍্যাহত, আতঙ্ক

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : রাতের অন্ধকারে দুই পক্ষের গুলি যুদ্ধ অব‍্যাহত রয়েছে জিরিবাম জেলার গ্রামাঞ্চলে। মাঝে মধ্যে বিরতি থাকলেও প্রায় প্রতিরাতে দুই পক্ষের বন্দুকের লড়াই চলতে থাকে। এর ব‍্যতিক্রম নয় শনিবার রাত। রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রবল গুলির লড়াই অব‍্যাহত ছিল।জিরিবাম জেলার লালপানি গ্রামের পাশ্ববর্তী সেজাং, মংবুং জঙ্গলে রাত হলেই শুরু হয় দুই পক্ষের বন্দুক, বোমা, মর্টার সেল ছোড়াছুড়ি।           

প্রতিনিয়ত গুলির লড়াইয়ে প্রতিবেশী বসতি এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। দীর্ঘদিন থেকে অনেকেই দিনে বাড়িতে থাকলেও রাতে আশ্রয় নেন নিরাপদ দূরত্বে। এভাবেই চলছে অনেক পরিবারের জীবন যাপন। শনিবার রাতে গুলির লড়াই মাত্রা ছাড়িয়ে গেছে। বহু গুলি বসতি এলাকায় এসে পড়েছে বলে জানা যায়। এমনকি মর্টার সেল পর্যন্ত বসতি এলাকার পাশে পড়েছে। লালপানি, কাছিমপুর, চাম্পানগর, রশিদপুর ইত্যাদি বসতি এলাকা গুলিযুদ্ধে প্রভাবিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বন্দুকের গুলি, বোমা বিস্ফোরণের শব্দে রাতের ঘুম উবে গেছে সাধারণ মানুষের। এমনকি আতঙ্কে  রয়েছেন।

জিরিবামের জঙ্গলে রাতে দুই পক্ষের গুলির লড়াই অব‍্যাহত, আতঙ্ক
জিরিবামের জঙ্গলে রাতে দুই পক্ষের গুলির লড়াই অব‍্যাহত, আতঙ্ক

Author

Spread the News