অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে সংবর্ধনা রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির

শিক্ষকতার সঠিক মূল্যায়ন করলো প্রাক্তনী সমিতি : পিকে সিনহা 

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শনিবার রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত তিনজন অধ্যাপককে সম্মাননা জানালো রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতি। এদিন কলেজ প্রেক্ষাগৃহে প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোমের পৌরহিত্যে আয়োজিত সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক যথাক্রমে ড. প্রভাত কুমার সিনহা, ড. অসীমা রায় ও ড. কঙ্কনা নাথকে স্মারক সম্মাননা ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করে প্রাক্তনী সমিতি। 

এদিন সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. প্রভাত কুমার সিনহা বলেন, জন্মসূত্রেই শিক্ষকতা আমার পাথেয়। এই মহান কাজে ব্রতী হয়ে আমি ছাত্র সমাজকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছি। নব প্রজন্মের ছাত্র সমাজকে আমি আহ্বান জানাচ্ছি সঠিক মানুষ হয়ে উঠার জন্য এবং সেই ছাত্র প্রকৃত মানুষ হবে যখন সে রবীন্দ্রনাথের “আমার মাথা নত করে দাও–” সেই বানী নিয়ে এগিয়ে চলবে। এরাই পিতৃ মাতৃর সম্মান বৃদ্ধি করবে এবং কলেজের মান সম্মানকে উচ্চ শিখরে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। প্রভাত বাবু বলেন প্রাক্তনীরা আজ আমাদেরকে সংবর্ধণা প্রদান করে আমাদের শিক্ষকতার সঠিক মূল্যায়ন করলো। তাঁরা কলেজের উন্নতি চায়, সমাজের উন্নতি চায় বলেই আজকে তাদের মহৎ কাজের মাধ্যমে প্রমাণ করলো। শিক্ষক সমাজ তথা জাতির মেরুদণ্ড তা আখেরে প্রমাণ করলো প্রাক্তনীরা, তিনি তারজন্য বিশেষ করে সংস্থার সভাপতি দেবাশিস সোম ও সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, কলেজ পরিচালন সমিতি, প্রাক্তনী সমিতি ও ছাত্র ছাত্রীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোমের উচ্চ প্রশংসা করতে গিয়ে প্রভাত বাবু বলেন, ১৯৯৫-৯৬ সালে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকাতলে সাধারণ সম্পাদক পদে অবতীর্ণ হয়ে নিজের অদম্য সাহস, শক্ত মানসিকতা, সঙ্ঘবদ্ধ প্রচেষ্টার দৌলতে বিজয়ী হয়েছিলেন দেবাশিস সোম। তিনি বলেন এর মাধ্যমে দেবাশিস ছাত্র সমাজকে একটা বার্তা প্রদান করেছিলেন যে উদ্দেশ্য দৃঢ় ও অটল থাকলে প্রতিকূল পরিস্থিতিকে পিছনে ফেলে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় তার জ্বলন্ত উদাহরণ তিনি। 

অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে সংবর্ধনা রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির
বক্তব্য রাখছেন ড. পিকে সিনহা।

এদিকে, নিজ বক্তব্যে ড. অসীমা রায় তার সুদীর্ঘ চাকুরী জীবনের ইতিহাস তুলে ধরেন। রাধামাধব কলেজের নব প্রজন্মের ছাত্র ছাত্রীদের পরামর্শ প্রদান করে তাদের সঠিক দিশা দেখানোর জন্য প্রাক্তনীদের প্রতি আহ্বান জানান তিনি। ছাত্র ছাত্রীরা যাতে কলেজের ঐতিহ্য মেনে চলে এবং কলেজে স্বচ্ছতা বজায় রেখে কাজ করে সেদিকে দৃষ্টি আকর্ষণ করতেও প্রাক্তনীদের প্রতি আহ্বান জানান তিনি। রাধামাধবের আশীর্বাদ সকলের উপর ছিল,আছে আর থাকবে এটা তার একান্ত বিশ্বাস, মন্তব্য অসীমার। 

অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে সংবর্ধনা রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির

সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. কঙ্কনা নাথ বলেন, প্রাক্তনী সমিতি প্রদত্ত সংবর্ধণায় তিনি আপ্লুত ও ধণ্য। নতুন ভাবে যোগদান করা শিক্ষকদের প্রতি তার আহ্বান আপনারা ছাত্র ছাত্রীদের স্নেহ মমতায় বন্ধনে আবদ্ধ করে শিক্ষক ছাত্রের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলুন। ছাত্রদের চাপমুক্ত রাখতে যোগব্যাম, ধ্যান ও প্রাণায়মের উপর গুরুত্ব দিন। এদিকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম বলেন ছাত্রদের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে শিক্ষকদের অবদান ও আশীর্বাদ অপরিসীম। শিক্ষক শিক্ষয়িত্রী প্রতিজন ছাত্রের জন্য আদর্শ, কাজেই জীবনের অন্তিম শ্বাস থাকা অবধি তাদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা আমাদের একান্ত কর্তব্য।

অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে সংবর্ধনা রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির

দেবাশিস সোম বলেন, প্রাক্তনী সমিতি গর্বিত এধরণের একটা অনুষ্ঠানের আয়োজন করে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধিত করা সুযোগ পেয়েছি আমরা। তিনি বলেন, বিগত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে তাদের সম্মাননা জানানোর কথা ছিল কিন্তু বিশেষ অসুবিধার দরুণ সেটা সম্ভবপর হয়ে উঠেনি, তাই শিক্ষক দিবসের মাসে সেই সব শিক্ষকদের সংবর্ধণা প্রদানের সিদ্ধান্ত নিই আমরা এবং আজকের দিনে তাদেরকে সংবর্ধিত করতে পেরে আমরা সত্যিকার অর্থে গর্বিত। তাদের আদর্শে আদর্শিত হয়ে এগিয়ে চলাই হবে আমাদের মূল মন্ত্র, মন্তব্য করেন দেবাশিস। 

অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে সংবর্ধনা রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায়, রাধামাধব কলেজ ডনার মেম্বার ড. অনুপ কুমার রায়, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, সদস্যা রুনা পাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন শঙ্কর পাল। রবীন্দ্র সঙ্গীত ও কবিতা আবৃতি করেন শিপ্রা দাস। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সোনালি বনিক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের প্রথম ব্যাচের ছাত্র রঞ্জিতকুমার চন্দ সহ বৈশাখী অধিকারী, মৃণাল পাল, উজ্জ্বল কর্মকার প্রমুখ। 

Author

Spread the News