নিয়োগ পরীক্ষা : করিমগঞ্জ শহরের রাস্তার পাশের অস্থায়ী দোকান না বসাতে নির্দেশ
জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা এডিআার পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ সদর চক্রের চক্র আধিকারিক করিমগঞ্জ শহরের ছন্তর বাজার ও পিডব্লউডি বাজার সহ পরীক্ষা কেন্দ্রগুলিতে আসা যাওয়ার রাস্তার পাশের অস্থায়ী বাজারগুলি ওইদিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। নির্দেশে রবিবার সকাল ৪ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই এলাকার রাস্তার পাশের অস্থায়ী বাজার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, করিমগঞ্জের জেলা আয়ুক্ত ইতিমধ্যে জেলার পাঁচটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।