বর্ষীয়ান বাম নেতা ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক
১০ সেপ্টেম্বর : কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন বর্ষীয়ান বাম নেতা। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় আরও। মঙ্গলবার দুপুরেই জানা যায়, সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। রয়েছেন আইসিইউতেই। দেওয়া হয়েছে রেসপিরেটারি সাপোর্ট।
১৯ আগস্ট ফুসফুসের সংক্রমণ-সহ একগুচ্ছ শারীরিক সমস্যা নিয়ে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান বাম নেতাকে। জানা যায়, প্রথমে ফুসফুসের এক অংশে সংক্রমণ ধরা পড়ে, পড়ে তা ছরিয়ে পড়ে বাকি অংশেও। গত কয়েকদিন ধরেই হাসপাতালে রয়েছেন, নজর ছিল ৭২ বছরের বাম নেতার শারীরিক অবস্থার দিকে। পরিস্থিতি বিচারে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
তাঁর শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মাঝেই গত বৃহস্পতিবার জানা গিয়েছিল, শারীরিক অবস্থা কিছুতা উন্নত হয়েছে বর্ষীয়ান নেতার। তবে, মঙ্গলবার সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সীতারামের শারীরিক অবস্থার কথা জানানো হয়। জানাও হয়েছে, অবস্থা আরও সঙ্কটজনক। শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে রাখা হয়েছে রেসপিরেটারি সাপোর্টে।