সুমি বরার বিয়ে উপস্থিত থাকায় সাসপেন্ড পুলিশ অফিসার

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : সুমি বরা উদয়পুর গন্তব্যে গিয়ে বিপাকে পড়েছেন পুলিশ অফিসার। সুমি বরা এবং তার্কিক বরার বিয়ে অংশ নেওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হল গোলাঘাট থানার অফিসার ইনচার্জ জিতুমণি ডেকা।

অসম পুলিশ হেডকোয়ার্টার জিতুমণি ডেকাকে সাসপেন্ড করেছে। সুমি বরা ও বিশাল ফুকনকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে ডেকার বিরুদ্ধে।

উল্লেখ্য, ডিব্রুগড়ের বিশাল ফুকনকে (২৮) শনিবার আদালতে হাজির করা হয়েছে এবং ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিন দিনের পুলিশ হেফাজতের পর আজ তাকে আদালতে পেশ করা হয়। বিশাল ফুকনের সহযোগী সুমি বরা ও তার স্বামী তার্কিক ফুকন এখনও পলাতক। ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।

সুমি বরার বিয়ে উপস্থিত থাকায় সাসপেন্ড পুলিশ অফিসার
সুমি বরার বিয়ে উপস্থিত থাকায় সাসপেন্ড পুলিশ অফিসার

Author

Spread the News