সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে সাড়ম্বরে পালন শিক্ষক দিবস
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ‘শিক্ষা’ হলো আমাদের বাঁচার একমাত্র রসদ। প্রকৃত শিক্ষাই আমাদের মনোলোকের আঁধার দূর করে আলোর দিশারী করে তোলে। আমাদের জ্ঞানের পথ দেখায়। বৃহস্পতিবার সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরে ৬৩ তম শিক্ষক দিবসে উপস্থিত হয়ে ঠিক এমন মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। এ উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ দিলীপ কুমার দে, শিক্ষাবিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের কার্যকারিণী সমিতির সদস্যা তথা শিলচর গুরুচরণ কলেজের অর্থনৈতিক বিভাগের সহকারী অধ্যাপিকা ড. প্রদীপ্তা দেব, বিদ্যানিকেতনের প্রধান আচার্যা সঙ্গীতা রায় চৌধুরী প্রমুখ। সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্য আচার্য-আচার্যারা।
শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন সহ ভারতমাতা, ওঙ্কার, দেবী সরস্বতী ও ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পরম্পরাগত বন্দনা পরিবেশন করা হয়। পরে চন্দন মন্ত্রের মাধ্যমে কপালে মঙ্গল তিলক ও উত্তরীয় পরিয়ে অতিথি সহ আচার্য-আচার্যাদের বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান আচার্যা বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তকে শিক্ষা অর্জন করলে চলবেনা। অন্য বই পড়তেও হবে। আসল শিক্ষা আমাদের শিষ্টাচার সহ চরিত্র গঠন করতে সাহায্য করে। শিক্ষাবিদ দিলীপ কুমার দে, তাঁর দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বিদ্যার্থীদের মধ্যে তুলে ধরেন। পাশাপাশি বিদ্যার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
অধ্যাপিকা প্রদীপ্তা দেব তাঁর বক্তব্যে বলেন, পাঠ্যপুস্তকের সঙ্গে ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে নিয়ে যেভাবে এই বিদ্যালয় বিদ্যার্থীদের শিক্ষাদান করছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনিও বিদ্যার্থীদের সম্মুখে প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন। এদিকে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের দ্বারা পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন ‘বন্দে মাতরম’ সঙ্গীতের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করে নবম শ্রেণীর বিদ্যার্থী অর্পিতা রায়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিল বিদ্যার্থীগণ আকাশ নাথ, পরিণীতা রায়, সমীক্ষা শর্মা, মানসী পাল, শ্রেয়সী পাল চৌধুরী, শুভজিৎ কংসবণিক প্রমুখ।