সীমান্তে কিশোরী হত্যা, ভারতের কাছে প্রতিবাদী নোট বাংলাদেশের

৬ আগস্ট : মৌলভীবাজারের জুড়ী উপজেলা সীমান্তে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে (১৩) গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো নোটে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকার এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এতে বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে, সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এবং এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধান লঙ্ঘন করে।

বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ, সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস।

সীমান্তে কিশোরী হত্যা, ভারতের কাছে প্রতিবাদী নোট বাংলাদেশের
সীমান্তে কিশোরী হত্যা, ভারতের কাছে প্রতিবাদী নোট বাংলাদেশের
Spread the News
error: Content is protected !!