পাথারকান্দি ও লোয়াইরপোয়া সাবডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা 

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ মে : আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের শ্রীভূমি ডিভিশনের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, ১৩২ কেভি দুল্লভছড়া বিদ্যুৎ উপকেন্দ্রে বে সম্প্রসারণের কাজ ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত করা হবে। এতে পাঁচগ্রাম বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাপ্রবন্ধকের তথ্য অনুসারে জানানো হয়েছে যে ওই কাজের জন্য ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত পাথারকান্দি ও লোয়াইরপোয়া ইলেক্টিক্যাল সাব-ডিভিশনের অন্তর্গত অঞ্চলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাকৃতিক কারণে ওই সময়সীমার পরিবর্তন হতে পারে এবং এতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

পাথারকান্দি ও লোয়াইরপোয়া সাবডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা 

Author

Spread the News