অনলাইন ট্রেডিং : গ্রেফতার একাধিক, খুঁজছে রিল অভিনেত্রী সুমি বরাকেও

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : অনলাইন  শেয়ারবাজারে বিনিয়োগের নামে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে অসম পুলিশ। পাকড়াও করছে একের পর এক যুবককে। সোমবার বিশাল ফুকল ও স্বপ্ননীল দাস নামে দু’জনকে গ্রেফতার করা হয়।

বিশাল ফুকনকে গ্রেফতার করেছে ডিব্রুগড় পুলিশ। ডিব্রুগড়ের বিশাল ফুকনের বিরুদ্ধে শেয়ারবাজারে বিনিয়োগের নামে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই অভিযোগে অভিযুক্ত স্বপ্ননীল দাসকে বেলতলার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে গুয়াহাটি নগরীর পুলিশ। তার দুটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়।

অনলাইন ট্রেডিং : গ্রেফতার একাধিক, খুঁজছে রিল অভিনেত্রী সুমি বরাকেও

সোমবার মধ্যরাতে স্বপ্ননীলের খোঁজে ম্যারাথন অভিযান শুরু করে নগর পুলিশ। অনলাইন ব্যবসার মাধ্যমে অনেক গ্রাহককে প্রতারণার অভিযোগে থাকা স্বপ্ননীলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। স্বপ্ননীল দাস ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অনলাইন ট্রেডিং : গ্রেফতার একাধিক, খুঁজছে রিল অভিনেত্রী সুমি বরাকেও

বিশাল ফুকনকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর আরও কয়েকজনকে গ্রেফতার করে ডিব্রুগড় পুলিশ। এ দিকে, কোরিওগ্রাফার ও রিল অভিনেত্রী সুমি বরাকেও খুঁজছে পুলিশ। বিশাল ফুকন সুমি বরার ভাইকেও কোম্পানির ডিরেক্টর বানিয়েছিলেন। ইতিমধ্যেই তাকে তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। ছবি সৌজন্যে : অসমিয়া প্রতিদিন

Author

Spread the News