দুই সন্তানকে বুকে নিয়ে জওয়ানের স্ত্রীর ব্রহ্মপুত্রে ঝাঁপ, নিখোঁজ
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : বরবরুয়ার বগিবিলে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটল। সেনা জওয়ানের স্ত্রী তার দুই সন্তানকে বুকে নিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ দিয়েছেন। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
মা ও দুই সন্তান এখনও নিখোঁজ রয়েছে। জানা গেছে, নিখোঁজ মহিলা মহারাষ্ট্রের ভারতীয় সেনা জওয়ান উদ গিরির স্ত্রী পুনম গিরি। উদ গিরি কর্মসূত্রে চিলাপাথরে রয়েছেন।
গত এপ্রিল থেকে স্বামী-স্ত্রী তাদের দুই সন্তানকে নিয়ে চিলাপথের ভারতীয় সেনা ক্যাম্পে বসবাস করছিলেন।