ফের অশান্ত মণিপুর, ড্রোন দিয়েও হামলা-এলোপাথাড়ি গুলি, হত ১ মহিলা

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। রবিবার, রাজধানী শহর ইম্ফলের দক্ষিণ জেলায় সশস্ত্র বাহিনীর হানায় এক মহিলার মৃত্যু ঘটে। আহত মৃত মহিলার মেয়েও।

জানা যায়, পাহাড়ি অঞ্চল থেকে নিচু উপত্যকা অঞ্চলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। ড্রোন দিয়েও হামলা চলে। কোরটুক এবং কাডাংবান্দে হামলা করে সশস্ত্র বাহিনী। এ হামলায় নাগানবাম সুরবালা দেবী (৩১) নামে এক মহিলার মৃত্যু হয়। এছাড়াও তার মেয়ে এন রবার্ট-কেও জখম অবস্থায় ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। হঠাৎ এই হামলায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ দিকে, কয়েকটি ঘরও জ্বালিয়ে দেওয়া হয়। এক অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ফের আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়।

ফের অশান্ত মণিপুর, ড্রোন দিয়েও হামলা-এলোপাথাড়ি গুলি, হত ১ মহিলা
ফের অশান্ত মণিপুর, ড্রোন দিয়েও হামলা-এলোপাথাড়ি গুলি, হত ১ মহিলা

Author

Spread the News