কেদারনাথে আকাশে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

৩১ আগস্ট : কেদারনাথে আকাশে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ভারতীয় বায়ুসেনার একটি এম-১৭ হেলিকপ্টার বিকল হওয়া একটি বেসরকারি হেলিকপ্টারকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় লিনচোলি এলাকায় মন্দাকিনি নদীর পাশে বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের খবর নেই।

জানা গিয়েছে, শনিবার সকালে কেদারনাথে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে ক্রটি দেখা দেয় একটি হেলিকপ্টারে। সেটিকে কেদারনাথ থেকে সরানোর জন্য ব্যবস্থা করা হয় এয়ারলিফ্টের। নিয়ে আসা হয় বায়ুসেনার MI 17 চপার।

তার সাহায্যে হেলিকপ্টারটিকে উত্তরাখণ্ডের গাউচরের ওপর দিয়ে আকাশপথে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎই আকাশপথে ভারসাম্য হারিয়ে ফেলে হেলিকপ্টারটি চপারের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে যে জায়গায় হেলিকপ্টারটি ছিঁড়ে পড়ে নিচে ফাঁকা এলাকা ছিল। ফলে, ঘটনায় কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে, এই একই হেলিকপ্টার বছরের শুরুতে আরও একবার শিকার হয়েছিল যান্ত্রিক গোলযোগের।

এদিন চপারের সাহায্যে ত্রুটিপূর্ণ হেলিকপ্টারটিকে গাউচর এয়ারস্ট্রিপে মেরামতের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। ভারসাম্য হারিয়ে ফেলায় চপারের পাইলট বিমানটিকে কেদারনাথের থারু ক্যাম্পের কাছে ফেলে দেন। কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

কেদারনাথে আকাশে ঘটল ভয়াবহ দুর্ঘটনা
কেদারনাথে আকাশে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

Author

Spread the News