শ্রীভূমি শহরে চুরি-ডাকাতি প্রতিহত করতে পুর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যৌথ সভা

শ্রীভূমি শহরে চুরি-ডাকাতি প্রতিহত করতে পুর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যৌথ সভা

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : শ্রীভূমি শহরে ঘনঘন চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। তাই এধরণের ঘটনা প্রতিহত করতে সোমবার শ্রীভূমি পুরসভার উদ্যোগে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেবের সভাপতিত্বে সব পুর সদস্যদের নিয়ে পুরসভা ও পুলিশ প্রশাসনের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় এধরণের চুরি -ডাকাতির ঘটনায় জনমনে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ্রহণ করা সিদ্ধান্ত অনুসারে শ্রীভূমি শহরের প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ড কমিশনারা নাগরিক ও পুলিশ প্রশাসনকে নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত করবেন। পাশাপাশি, যদি ওয়ার্ডে কোন সমাজ বিরোধী ব্যাক্তি থাকে তবে তাদের শনাক্ত করে নির্দিষ্ট ওয়ার্ড কমিশনাররা পুলিশকে ওই ব্যক্তির নাম জানাবেন।

এদিকে, সভার সিদ্ধান্ত অনুসারে শহরের সব ঘরের মালিকদের রাতে নিজ নিজ বাড়ির সামনের লাইট জ্বালিয়ে রাখতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোন মহল্লায় যদি কোনও সন্দেহজনক ব্যাক্তির চলাফেরা দেখা যায় তবে তৎক্ষনাৎ পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে – 8099662275।

শ্রীভূমি শহরে চুরি-ডাকাতি প্রতিহত করতে পুর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যৌথ সভা

Author

Spread the News